ইন্টারনেটে কোরআন শরীফ এর যে কয়টি বাংলা অনুবাদ পাওয়া যায় তার মধ্যে আমি এটিকে শ্রেষ্ঠ মনে করি। সাধারণ মুসলমানদের জন্য এটি একটি অনন্য অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখা।
তর্জমা ও তাফসীর করেছেন মাওলানা আশরাফ আলী থানভি (রহ) এবং মাওলানা ফজলুর রহমান মুন্সী। এটার অনুবাদ যেমন সহজ-সাবলীল তেমনি প্রায় প্রত্যেকটি সূরাতেই রয়েছে শানে নু্যুল এবং অপেক্ষাকৃত কঠিন আয়াতগুলোর সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ব্যাখা, যার অনেকগুলোই নেয়া হয়েছে তাফসীর ইবনে কাসীর ও কুরানুল কারীম হতে।
এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বাংলা উচ্চারণ দেয়া আছে, কাজেই আপনি আরবী পড়তে না পারলেও এই কোরআন শরীফটি পড়তে পারবেন (যদিও শুদ্ধ উচ্চারণের জন্য কোন আরবী পড়তে শিখে নেয়ার বিকল্প নেই)।
যে বানান রীতিতে বাংলা উচ্চারণ দেয়া আছে তাও খুব সুন্দর। বইটির সাইজ একটু বড় হলেও (১৭৬ মেগাবাইট) আমি মনে করি এটা ডাউনলোড করলে বুঝতে পারবেন এটি কত সুন্দর। সুরার নামের সাথে ইন্টারেক্টিভ লিঙ্ক দেয়া হয়েছে।
কিছু অসাধারণ ইসলাম বই দেখতে পারেন। এখানে
ReplyDeletehttp://waytojannah.com/?cat=12
This comment has been removed by the author.
ReplyDeleteহ্যাঁ পাওয়া যায়, তাজ পাবলিকেশন্স এ যোগাযোগ করুন। আমার জানা মতে, বায়তুল মোকাররমের দোকানগুলিতে খুঁজে দেখলেও পেয়ে যাবেন।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে ইহকাল ও পরকালে এর প্রতিদান দিন, আমিন।
ReplyDeleteThanks for sharing.
ReplyDeleteআশা করি নিচের সাইটি অনেকের কাজে লাগতে পারে
http://www.muminun.net/iwd/
Jazak Allāh
thanks for sharing
ReplyDeleteWww.Mediafire.com থেকে download korle . Pdf file open hoi na . Ata keno hoi aktu bolben
ReplyDeleteনুরানী পদ্ধতিতে তে তো "রা","গা","ক্বাফ" নয় বরং যথাক্রমে "র","গ","ক্বফ" শেখানো হয়। তাহলে এই কুরআন শরীফ নুরানী পদ্ধতিতে বাংলা উচ্চারন লেখা হলো কিভাবে?
ReplyDelete