Saturday, 13 April 2013

কুরআন ও সহীহ হাদীসের আলোকে ফাযায়িল আ’মাল - ইবনে সানাহ উল্লাহ


এই বইতে এমন বিষয়বস্ত রয়েছে যা কিনা প্রত্যেক মুসলমানেরই জানা উচিত। ইসলাম কি এবং ইসলামি আকিদা বা ধর্মবিশ্বাসের মূল বিষগুলিই এই বইয়ের আলোচ্য বস্তু। সাথে সাথে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের আমল, আমলের ফজিলত, আমল সংক্রান্ত জাল হাদিসগুলো।

ডাউনলোড ও শেয়ার করে উপকৃত হোন। পড়ুন ও বাস্তবায়ন করুন।

বইটির বৈশিষ্ট্য হলো :
  • বইটিতে প্রথমেই কুরআনের আয়াত হতে ফাযায়িল বর্ণিত হয়েছ।
  • এরপর বইটিতে সহীহ হাদীসের আলোকে ফাযায়িল বর্ণিত হয়েছে।
  • বইটিতে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন তাওহীদ,শিরক, বিদআত,সালাত সম্পর্কিত আলোচনা রয়েছে। যা অত্যন্ত আমাদের জন্য সহায়ক
  • বইটিতে হাদীসগুলো উল্লেখ করার পাশাপাশি হাদীসের ইবারত বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র হাদীসগুলো উল্লেখ করা হয়নি সাথে সাথে হাদীসটির তাহক্বীক বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র একজন মুহাদ্দিসের তাহক্বীক নয়, একাধিক মুহাদ্দিসের তাহক্কীক বর্ণনা করা হয়েছে।
  • একই বিষয়ের একাধিক হাদীসগুলো পাশাপাশি আনা হয়েছে।
  • ফাযায়িল সম্পর্কিত বানোয়াট বর্ণনার প্রতিবাদ করা হয়েছে।
  • বইটিতে “যা জানা জরুরী” সম্পর্কে একটি পরিচ্ছেদ রয়েছে। যা সবার প্রয়োজনীয় । হাদীসের বিভিন্ন পরিভাষা আলোচনা করা হয়েছে।
  • এরপর এরপর ফাযীলাত সম্পর্কিত যইফ ও মাওযু ( জাল ) হাদীসগুলো তাহক্বীকসহ বর্ণনা করা হয়েছে।
  • বইটির হাদীসগুলোর ক্রমিক নম্বর মিলানোর জন্য চতুর্থ প্রকাশের কথা নামক পরিচ্ছেদ পড়ার অনুরোধ করছি। নতুবা ক্রমিক নম্বর হাদীসগুলো পেতে সমস্যা হবে।
http://www.mediafire.com/view/?ya9kdq6bjbccgi0

(কৃতজ্ঞতা: waytojannah.com)

No comments:

Post a Comment