আল-কোরআনের আরবি শিখার জন্য চমৎকার একটা বই!
আমরা অনেকেই আরবি শিখার ব্যাপারে খুব আগ্রহি যাতে করে আমরা নামাযে ইমামের
তেলাওয়াত ভাল ভাবে বুঝতে পারি । যা আসলেই আমাদের জন্য খুব ই উপকারি ।
নামাযে যে সুরা তেলাওয়াত হচ্ছে তা যদি আমরা সহজেই বুঝতে পারি তবে আমার মন
নামাযে তো থাকবেই সাথে সাথে নামায পরতে অন্য রকম একটা ভাল লাগবে । এখানে উচ্চারন , অর্থ এবং যে
ওয়ার্ড টা আপনি শিখতে চাচ্ছেন সেটি কোন সুরাতে আছে তার উদাহরন সহ দেয়া আসে ।
আশা করি আপনি খুব ভাল ভাবে এ থেকে শিখতে পারবেন ।
Download from here
কৃতজ্ঞতা: http://at-tahkik.com/
No comments:
Post a Comment