Sunday, 23 September 2012

তাফসীর ইবনে কাসীর

সাধারণ পাঠকদের জন্য কোরআনের শ্রেষ্ঠ তাফসীর এটাই। এই তাফসীরকে কোরআনের অন্যতম নির্ভুল ও সহীহ তাফসীর হিসাবে গন্য করা হয় (তাফসীর আত-তাবারীও অত্যন্ত নির্ভরযোগ্য, কিন্তু তাফসীর আত-তাবারী অনেক ব্যাপক বিধায় সাধারণ পাঠকের জন্য পাঠ করা দুরূহ)। ইবনে কাসীর এর এই তাফসীরটি সম্পূর্নই হাদিসভিত্তিক, কাজেই লেখক তার নিজের মতামতকে না তুলে ধরে রাসূলুল্লাহ (সা) ও সাহাবাদের মতামত তুলে ধরেছেন, আর তাই এই তাফসীরটি এত বেশী গ্রহনযোগ্য। ইবনে কাসীর, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ লেখক ও আলেমদের একজন। তিনি মৃত্যুবরণ করেন ৭৭৪ হিজরীতে।

কোরআনের কোনো আয়াত বুঝতে অসুবিধা হলে, নিজের বিচার বুদ্ধি না খাটিয়ে আগে তাফসীর ইবনে কাসীর বা ক্লাসিকাল স্ক্ললারদের তাফসীর পড়ুন। এটাই কোরআন পড়ান নিয়ম। কথাটি আমার না, শেখ ইয়াসির ক্বাদি-র।

তাফসীর ইবনে কাসীরঃ ১, ২, ৩ খন্ড ( ২৪ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ৪, ৫, ৬, ৭ খন্ড ( ২৫ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ৮, ৯, ১০, ১১ খন্ড ( ২৫ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১২ তম খন্ড ( ১০ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৩ তম খন্ড ( ১১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৪ তম খন্ড ( ১৪ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৫ তম খন্ড ( ২৩ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৬ তম খন্ড ( ২১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৭ তম খন্ড ( ২১ মেগা )
তাফসীর ইবনে কাসীরঃ ১৮ তম খন্ড ( ১১ মেগা ) 

No comments:

Post a Comment