Saturday, 29 September 2012

কোরআনের অনুবাদ ও ব্যাখা (তাফসীর) - আহসানুল বায়ান


আহসানুল বায়ানকে বর্তমান সময়ে প্রকাশিত কোরআনের তাফসীরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও নির্ভুল বলে বিবেচনা করা হয়। লিখেছেন মাওলানা সালাহউদ্দিন ইউসুফ। সম্পাদনা করেছেন আর-রাহিকুল মাখুম খ্যাত যুগশ্রেষ্ঠ ইসলামী পন্ডিত সফিউর রাহমান মোবারকপুরী।

কোরআন শরীফের এই অনুবাদ ও ব্যাখার বৈশিষ্ট্য হল, প্রায় প্রত্যেকটি আয়াতেই বুখারী, মুসলিম, ইবনে কাসীর ইত্যাদি সহীহ উৎসের ভিত্তিতে সংক্ষিপ্ত ব্যাখা দেয়া হয়েছে, এক আয়াতের সাথে প্রাসঙ্গিক অন্য আয়াতকে তুলনা ও ব্যাখা করা হয়েছে। কোরআনের কোনও আয়াত বুঝতে অসুবিধা হলে এই তাফসীরটি আপনাকে সাহায্য করবেই, ইনশা আল্লাহ্‌। অনুবাদে চমৎকার দক্ষতার ছাপ রেখেছেন আব্দুল হামিদ ফাইযী ও তাঁর অনুবাদকেরা। পিডিএফ ফাইলটি সাইজেও ছোট।

Download Tafseer of Qur'an: Ahsanul Bayan in Bangla (20.71 mb)

No comments:

Post a Comment